চাঁদপুরে নকল ওষুধ, একজন আটক

প্রকাশ | ২৪ মে ২০২০, ২০:০৭

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

দেশের মানুষ যখন করোনাভাইরাস থেকে জীবন বাচাঁতে হতাশা ও আতঙ্কিত, তখন চাঁদপুরের গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিভিতে অভিযান চালিয়ে নকল এসিআই কোম্পানির ওষুধ পণ্যের খোঁজ পেয়েছে। রবিবার দুপুরে আটক শোয়েব মো. কলিমকে ডিবি পুলিশ আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শনিবার রাতে জেলা ডিবি পুলিশ শহরের আদর্শ মুসলিম পাড়ার নিলুফা ভবনের দ্বিতীয় তলায় সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার ও নকল ব্র্যান্ডের লেবেল জব্দ করে। এ সময় এ ভুয়া কোম্পানির মালিক ‘জিয়া মঞ্চ’ নামের একটি সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি শোয়েব মো. কলিমমকে আটক করে । এ অভিযানে নেতৃত্বদেন গোয়েন্দা পুলিশের নবাগত ওসি রণজিত কুমার বড়ুয়ার, উপ-পরিদর্শক রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মে/কেএম)