উলিপুরে ব্রহ্মপুত্র ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০২০, ২১:৪৯

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পাড়ে ভাঙনকবলিত পালেরভিটা ও নীলকন্ঠ গ্রামের শতশত মানুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- হায়দার আলী, বদিয়ার রহমান, আব্দুল হাই প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষজন জানান, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র ভাঙন শুরু হয়। গত কয়েকদিনের ব্যবধানে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ভিটা, মাঝিপাড়া, নীলকণ্ঠ ও হাতিয়া গ্রামের প্রায় ১৭০০ মিটার এলাকাজুড়ে তীব্র ভাঙনে শতাধিক ঘর-বাড়িসহ আবাদি জমি নদী গর্ভে চলে গেছে। এছাড়া গত ২ মাসের ব্যবধানে প্রায় ৩ শতাধিক বসতবাড়িসহ কয়েক হাজার একর ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়া হলে উলিপুর ও চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙনরোধে চলমান প্রায় ৪২৬ কোটি টাকার কাজও হুমকির মুখে পড়েছে। এছাড়া অব্যাহত ভাঙনে সহস্রাধিক বাড়ি-ঘরসহ কয়েকশত একর আবাদি জমি হুমকির মুখে রয়েছে।

নদী ভাঙনকবলিত মানুষজন করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। মানববন্ধন করে দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বলেন, নদী ভাঙনের ফলে এসব মানুষ সর্বশান্ত হয়ে গেছে। দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সহস্রাধিক বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে চলে যাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, আপদকালীন প্রকল্পের মাধ্যমে ১ কিলোমিটার জায়গায় ভাঙন রোধে ৭ কোটি ৭৮ লাখ টাকার দরপত্র অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত ওই এলাকার ভাঙনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হবে।

(ঢাকাটাইমস/২৪মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :