অসহায়দের মাঝে বিএনপি নেতা শামসুল হকের ঈদ উপহার

প্রকাশ | ২৪ মে ২০২০, ২২:০৭

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া খেঁটেখাওয়া দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সহসভাপতি শামসুল হক।

রবিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় এসব ঈদ উপহারসামগ্রী (চাল, আটা, ডাল, তেল, সেমাই, চিনি, সাবান) বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব উপহারসামগ্রী তুলে দেন জেলা বিএনপির সহসভাপতি শামসুল হক।

ঈদ উপহারসামগ্রী বিতরণের সময় শামসুল হক বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছেন, সরকারের দিকে তাকিয়ে না থেকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের নির্দেশ মেনে  করোনাভাইরাসের কারণে জয়পুরহাট পৌর শহরে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে  ঈদ উপহারসামগ্রী বিতরণ করছি।

ঈদ উপহারসামগ্রী বিতরণকালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪মে/এলএ)