করোনায় একদিনে দুই পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০২০, ২২:৪৭ | প্রকাশিত : ২৪ মে ২০২০, ২২:৩৪

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মো. নিকবার হোসেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। এ নিয়ে একদিনে পুলিশের দুইজনের মৃত্যু হলো।

রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার হয়েছে।

পুলিশ সদরদপ্তরে এআইজি (মিডিয়া) মীর সোহেল ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিকবারের মৃত্যুতে পুলিশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ জনে।

এর আগে সকালে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কর্মরত পরিদর্শক রাজু আহম্মেদ চিকিৎসাধীন অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালে মারা যান।

পুলিশ সদরদপ্তর জানায়, দায়িত্বপালনের সময় অচেনা কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিসৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পুলিশের এই সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাহিনী প্রধান ড. বেনজীর আহমেদ।

গত ২৪ ঘণ্টায় পুলিশে নতুন করে আরও ১৬৬ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭৩২ জনে।

ঢাকাটাইমস/২৪মে/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :