হবু স্বামীর মৃত্যু-ব্যর্থ কেরিয়ার, কী কারণে নির্বাসিত প্রিয়া?

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ২৫ মে ২০২০, ১১:০৯

শুরুটা ছিল চমক লাগানো। কিন্তু তার পরেও কেরিয়ারে স্থায়িত্ব ছিল মাত্র চার থেকে পাঁচ বছর। শাহরুখের অতীত নায়িকা প্রিয়া গিল আজ বিস্মৃত দর্শকমন থেকে। পাঞ্জাবের মেয়ে প্রিয়া কলেজজীবন থেকেই অংশ নিতে শুরু করেন সৌন্দর্য প্রতিযোগিতায়। বিভিন্ন মঞ্চ থেকে মিলেছে সেরার স্বীকৃতিও।

১৯৯৫ সালে ২০ বছর বয়সে ‘মিস ইন্ডিয়া’য় প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন প্রিয়া। এই প্রতিযোগিতায় অংশ নেয়ার আগেই তার বাগদান হয়ে গিয়েছিল। প্রিয়ার বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার বিয়েও ঠিক হয়েছিল সেনাবাহিনীর এক পাইলটের সঙ্গে। কিন্তু এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সেই পাইলটের।

ঘটনার জেরে শোকে ভেঙে পড়েন প্রিয়া। সে সময় তাকে নতুন কোনও কাজে ব্যস্ত রাখতে বাড়ির লোকই পরামর্শ দেন। ছবিতে অভিনয় শুরু রেন। বলিউডে তখন এক ঝাঁক নতুন নায়িকা উঠে আসছিলেন। সুস্মিতা সেন, রানি মুখোপাধ্যায়ও সে বছর থেকে হিন্দি ছবিতে কাজ শুরু করেন। পরের বছর ইন্ডাস্ট্রিতে পা রাখেন ঐশ্বরিয়া রাইও।

সে সময় নতুন মুখ খুঁজছিল অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থা এবিসিএল। নবাগত আরশাদ ওয়ারসি, চন্দ্রচূড় সিংহ এবং প্রিয়া অভিনীত ‘তেরে মেরে সপনে’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন টিগমাংশু ধুলিয়া। এই ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। কিন্তু ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান প্রিয়া। তার কাছে কাজের সুযোগ আসতে থাকে। তবে কোনও ছবিই বক্স অফিসে সফল হচ্ছিল না।

শেষ অবধি তিনি পরিচিতি পান ‘সির্ফ তুম’ ছবিতে। এই ছবিতে প্রিয়ার সারল্যে ভরা নিষ্পাপ মুখ পছন্দ হয়েছিল দর্শকদের। সঞ্জয় কাপুর, সুস্মিতা সেন ও প্রিয়া অভিনীত এই ছবি বক্স অফিসে সফল হয়। কিন্তু তার পরেও ইন্ডাস্ট্রিতে প্রিয়ার ভাগ্য সুপ্রসন্ন হয়নি।

হতাশ প্রিয়া ভাবছিলেন ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেবেন। কিন্তু সে সময়েই আসা একটি অফার তার সিদ্ধান্ত পরিবর্তন করে। প্রিয়া সুযোগ পান শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ ছবিতে কাজ করার। মনসুর খান ‘জোশ’ ছবির জন্য প্রথমে শাহরুখ ও আমির দুজনকে ভেবেছিলেন। কিন্তু আমির ছবি থেকে সরে দাঁড়ান। তার জায়গায় সুযোগ পান চন্দ্রচূড় সিংহ। আমির কাজ না করায় সরে দাঁড়ান রানি মুখোপাধ্যায়ও। তার বদলে ছবিতে কাজ করেন প্রিয়া গিল।

কিন্তু কোনও ভাবেই বলিউডে প্রথম সারিতে আসতে পারেননি প্রিয়া। বছরে একটি মাত্র ছবি, সেখানেও পার্শ্বনায়িকার ভূমিকায়। ফলে বাধ্য হয়ে বলিউডের বাইরে পাঞ্জাবি ও দক্ষিণী ছবিতেও কাজ করেন তিনি। কয়েক বছরেও ভাগ্য পরিবর্তিত না হওয়ায় প্রিয়া অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। এরপর ইন্ডাস্ট্রি থেকে প্রায় উধাও হয়ে যান তিনি। অভিনয় তো বটেই, তাকে দেথা যায়নি কোনও অনুষ্ঠানেও।

মাঝে তাকে এক লঙ্গরখানায় দেখা গিয়েছিল। প্রিয়াকে দেখা গেছে ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানেও। কিন্তু এর বাইরে তাকে দেখাই যায়নি। সোশ্যাল মিডিয়াতেও তার কোনও অফিশিয়াল প্রোফাইল নেই। ২০১৬ সালে তাকে দুবাইয়ে দেখেছিলেন এক ভক্ত। প্রিয়ার সঙ্গে ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। পরে বছর প্রিয়াকে দেখা যায় প্যারিসে একটি ব্যাগের দোকানে। সেখানেও এক ভক্ত তাকে চিনে ফেলেন।

প্রামাণ্য তথ্য না থাকলেও কোনও কোনও সূত্রের দাবি, প্রিয়া বিয়ে করে ডেনমার্কে আছেন। তবে অভিনেত্রী নিজের জীবন নিয়ে কোনও তথ্যই প্রকাশ্যে আনতে রাজি নন। স্বেচ্ছায় যবনিকা ফেলেছেন ব্যক্তিগত পরিসরের সামনে। নির্বাসিতও হয়েছেন স্বেচ্ছায়।

ঢাকাটাইমস/২৫মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :