দেশবাসীকে আইজিপির ঈদ শুভেচ্ছা, ঘরে থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মে ২০২০, ১২:২৮

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ সময় করোনার ছড়িয়ে পড়া ঠেকাতে সবাইকে ঘরে থাকার আহ্বানও জানান।

সোমবার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, দীর্ঘতম রজনী শেষে একসময় ভোরের আলো আসে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে।

ঈদ শুভেচ্ছায় বেনজীর আহমেদ বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। করোনাভাইরাস সংক্রমণের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক ভিন্ন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি। করোনা মোকাবিলায় আপনারা সবাই সচেতন থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন।

তিনি বলেন, দীর্ঘতম রজনী শেষে একসময় ভোরের আলো আসে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে। আমরা ফিরে যাবো স্বাভাবিক জীবনে। সেদিনের জন্য তোলা থাক এবারের ঈদ। ঈদের আনন্দ যেটুকু সম্ভব এবার ঘরে বসেই উপভোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।

ঢাকাটাইমস/২৫মে/এএ

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :