নতুন কাপড়ে নিরানন্দ ঈদ

প্রকাশ | ২৫ মে ২০২০, ১২:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনেছেন অনেকেই। সকালে তা পরে বের হয়েছেন বাইরে। কিন্তু ঈদ কাটছে নিরানন্দে। কারণ শহরে ঈদের কোনো আমেজ নেই। নেই কোনো আয়োজন।

মুসলমানদের বহুল প্রতিক্ষিত আনন্দের দিন ঈদুল ফিতর। এ দিনটির জন্য সামর্থ্যবান মুসলমানরা নতুন পোশাক কেনেন। যাদের সামর্থ্য নেই তাদেরকে পোশাক কিনে দেন সামর্থ্যবানরা। এদিন সকলের বাসায় চলে সেমাই, শরবত, মিষ্টিসহ বিভিন্ন বিশেষ রান্না। প্রতিবেশী, আত্মীয় সকলকেই দাওয়াত দেওয়া হয় এই দিনটিতে। ঈদকে কেন্দ্র করে রাজধানীতে দীর্ঘ আয়োজন থাকে। চলে হইহুল্লোড়, গান-বাজনা, থাকে মেলার আয়োজন। এ বছর যার কিছুই নেই।

করোনা ভাইরাসের ঈদেও অনেকেই নতুন পোশাক কিনেছেন। কেউবা পেয়েছেন উপহার। ভাইরাসের ভয় মাড়িয়ে কেউ কেউ বাইরে বের হলেও ঈদের আমেজ পাচ্ছেন না। ঈদের অবিচ্ছেদ্য অংশ, কোলাকুলির চিত্র দেখা যাচ্ছে না। ছোট শিশুদের মধ্যে ঈদকে ঘিরে থাকা বাড়তি উন্মাদনাও এবার চোখে পড়ছে না। বড়দের থেকে সালামী নেওয়ার চিরচেনা চিত্র এবার অনেকটাই ম্লান। ফিকে হয়ে গেছে ঈদের আনন্দ।

(ঢাকাটাইমস/২৫মে/কারই/এইচএফ)