হার্ড ইমিউনিটি

প্রকাশ | ২৫ মে ২০২০, ১২:৪৬

রাজদীপ বিশ্বাস

হার্ড ইমিউনিটি নিয়ে পরিষ্কার ধারণা না নিয়েই আমরা মনে হয় এর আশা করছি। একদম বেসিক ৭০ শতাংশ পপুলেশন ইনফেকটেড হতে হবে। এটা হতে কি বিপুল জনগোষ্ঠী অসুস্থ হবে?

হাসপাতালে আসবে এবং মৃত্যুবরণ করবে। সেই হিসাব বিবেচনা করলে হার্ড ইমিউনিটি হওয়ার আগেই (যদি আসলেই হয়) বিশাল মানবিক বিপর্যয় দেখা দেবে।

তার মধ্যে করোনা ভাইরাস লাইফ লং ইমিউনিটি দেয় এমন তথ্য এখন পর্যন্ত প্রমাণিত নয় বরং কিছু কিছু রিইনফেকশনের  খবর পাওয়া যাচ্ছে। কাজেই কার্যকর হার্ড ইমিউনিটি এত দ্রুত সময়ে বাস্তবসম্মত মনে হচ্ছেনা।

লেখক: চিকিৎসক, চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢাকাটাইমস/২৫মে/এসকেএস