মসজিদের ইমাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ২৫ মে ২০২০, ১৯:৪৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মসজিদের ইমাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের ১৭ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার এ ঘটনা ঘটেছে জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসাী জানান, সোমবার ঈদের দিন কুবাজপুর গ্রামের মসজিদের ইমাম মাওলানা নাজমুল হাসানকে রাখা না রাখা নিয়ে মসজিদ কমিটির আরাফাত মিয়াসহ গ্রামবাসী ও আলী হোসেনের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ইটপাটকেলের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে দিলোয়ার হোসেন, হোসাইন আহমদ, আবদুস সবুর, নুরুল আমিন, রাজু মিয়া, সাইফুল আমিন, আলী হোসেন, আবদুল আহাদ, শিপন মিয়া, জাহিদ হাসান, ফরিদা বেগম, দিলদার মিয়া, মাকবুল মিয়া, আজিজুল ইসলাম, জেসমিন বেগম, আলম মিয়া, রিপন মিয়া, মজনু মিয়া, আবদুল আলী, ছায়াদ মিয়া, সুনু মিয়া, ছয়ফুল আলম, মানিক মিয়া, আবদুল গণি, মকসুদ মিয়া ও শালিসি ব্যক্তিসহ দুপক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া সংঘর্ষে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ, অনিক চন্দ্র দেব, আফছার আহমদ, মনিরুজ্জামান, এএসআই শাহিন চৌধুরী, মুক্তার হোসেন ও শিবলু মজুমদারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আবার সংঘর্ষের আশঙ্কায় আহত ব্যক্তিসহ উভয় পক্ষের ১৭ জনকে আটক করা হয়েছে বলে থানার এসআই অনুজ কুমার দাশ নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৫মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :