ঈদ জামাতে সেজদাতে ইমামের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মে ২০২০, ১৯:৫৩
ফাইল ছবি

মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় মারা গেছেন একজন ইমাম। তার নাম আইউব আলী।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়ের শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে তার মৃত্যু হয়।

৭০ বছর বয়সী আইউব ওই গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে।

শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আইনজীবী হাবিবুর রহমান হাবিব জানান, সকাল সাড়ে আটটায় মধ্যপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের প্রথম জামাতের ইমামতি করছিলেন আইউব আলী।

নামাজ শুরুর পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে আর উঠছিলেন না ইমাম। দীর্ঘক্ষণ ধরেই তাকবির শুনতে না পেয়ে অনেকে উঠে ইমামকে সেজদারত অবস্থায় দেখতে পান। পরে নাড়া দেয়ার পর আইউব আলীকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আইউব আলী উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আতাউর রহমানও ইমামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :