ভারতের মনিপুরে ভূমিকম্প, ঢাকাতেও কম্পন

প্রকাশ | ২৫ মে ২০২০, ২১:১৩ | আপডেট: ২৫ মে ২০২০, ২১:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার রাত ৮টা ৪২ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। মাঝারি পাল্লার ভূমিকম্পটির উৎপত্তিস্থলে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫ দশমিক ২।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই কম্পনের উৎপত্তি ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এটি মাঝারি মানের ভূকম্পন ছিল।

এদিকে ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে অবস্থিত সিলেটেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে সেখানকার ব্যুরো অফিস জানিয়েছে।

(ঢাকাটাইমস/২৫মে/ডিএম)