মোহাম্মদপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

প্রকাশ | ২৫ মে ২০২০, ২৩:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে দরিদ্র-পীড়িত ও দুঃস্থ ২০০ জন মানুষের মধ্যে রান্না করা বিশেষ খাবার বিতরণ করা হয়েছে। সোমবার ঈদের দিন দুপুরে রাজধানীর মোহাম্মপুরের তাজমহল রোড ও আশপাশের এলাকায় এ খাবার বিতরণ করা হয়।

আয়োজক আব্দুল মান্নান জানান, রান্নার কাজে মোহাম্মদপুর তাজমহল রোডের ‘ধোঁয়া’ রেস্তোরাঁ বিশেষ সহযোগিতা করেছে। রেস্তোরাঁটি তাদের রান্না ঘরে রান্না করা ও খাবার প্যাকেজিং করার সুযোগ করে দেয় এবং স্বপ্রণোদিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

আব্দুল মান্নান বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু মিলে কিছু কিছু টাকা দিয়ে এ আয়োজনটা করলাম। আমরা তো ঈদের দিন কম-বেশি ভাল খাবার খাই। কিন্তু এই শহরে এমন অনেক মানুষ আছে যারা চাইলেও ভাল খেতে পারে না। আমি আমাদের সামর্থ্য অনুযায়ী একটা দিন তাদেরকে ভাল খাবার দেয়ার চেষ্টা করেছি। যারা আর্থিক ও নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।‘

আয়োজক কাজী রফিক বলেন, ‘ঢাকাতে অনেক মানুষ আছে, যারা দুই বেলা হয়তো খেতে পায়, কিন্তু বিশেষ দিনে কোনো বিশেষ খাবার তাদের কপালে জোটে না। যা হয়ত ইট-পাথরের দেয়ালের আড়াল থেকে আমরা দেখতে পাই না। আমরা কয়েকজন বন্ধু মিলে সেই মানুষগুলোকে অন্তত একটি বেলা বিশেষ খাবার দেয়ার চেষ্টা করেছি।‘

ঢাকাটাইমস/২৫মে/কারই/এমআর