চট্টগ্রামে একদিনে ১৭৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মে ২০২০, ১৬:৫৬ | প্রকাশিত : ২৬ মে ২০২০, ০৭:৫৬

চট্টগ্রামে আরও ১৭৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাস করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট ১ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হলো।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭৯ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। নতুন করে যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ১৬৭ জন চট্টগ্রাম নগরীর এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবে চট্টগ্রাম জেলার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এসব পরীক্ষায় কারও করোনা সংক্রমণ পাওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন ফজলে রাব্বি। এছাড়া সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সোমবার করোনা সংক্রমণ শনাক্তের জন্য কোনো নমুনা পরীক্ষা হয়নি।

ঢাকাটাইমস/২৬মে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :