ঝড়-বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া

প্রকাশ | ২৬ মে ২০২০, ১২:৩৯ | আপডেট: ২৬ মে ২০২০, ২১:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের অনেকগুলো জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতচিহ্ন এখনো শেষ হয়নি। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস এসেছে আবহাওয়া অধিদপ্তরের।

মঙ্গলবার ভোর ৪টা থেকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদপ্তর বলছে, বায়ুচাপের তারতম্যের প্রভাবে এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তাতে বলা হয়েছে, বায়ুচাপের তারতম্যের প্রভাবে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, ‘অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।’

(ঢাকাটাইমস/২৬মে/বিইউ/মোআ)