ব্রাজিলের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশ | ২৬ মে ২০২০, ১৫:১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

দক্ষিণ আমেরিকায় ব্রাজিলই এখন করোনার মূলকেন্দ্র। করোনা আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। এমন অবস্থায় ব্রাজিলের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশেষজ্ঞদের বক্তব্য, যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলই এখন করোনা সংক্রমণের এপিসেন্টার বা মূল কেন্দ্র।ব্রাজিলে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৬ হাজার ৬৬৯ জন। মৃত্যু হয়েছে ২৩ হাজার ৫২২ জনের।

বিশেষজ্ঞদের বক্তব্য, অন্য দেশের তুলনায় ব্রাজিলে মৃত্যুর হার বেশি। অভিযোগ রয়েছে, এই পরিস্থিতিতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন না দেশের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো।

লকডাউন থাকলেও প্রেসিডেন্ট নিজেই নিরাপদ দূরত্বের তোয়াক্কা না করে ঘুরে বেড়াচ্ছেন।

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে ব্রাজিলের প্রশাসন জানিয়েছে, সাময়িক সময়ের জন্য ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। তাদের আশা, দ্রুত মার্কিন প্রশাসন সেই নিষেধাজ্ঞা ফিরিয়ে নেবে।

ঢাকা টাইমস/২৬মে/একে