আম্পান: বাংলাদেশকে ১১ লাখ ইউরো দিচ্ছে ইইউ

প্রকাশ | ২৬ মে ২০২০, ১৮:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সুপার স্লাইকোন আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে ১১ লাখ ইউরো দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার ইইউ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লিনার্কিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ইইউ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার বলেন, ‘বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে কোনো প্রকার বিলম্ব না করেই ঘূর্ণিঝড় দুর্গত এলাকার জনগণকে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

জ্যানেজ লিনার্কিক বলেন, ‘বাংলাদেশ ও ভারতে এই দুঃখজনক ঘটনার খবর শুনে আমরা মর্মাহত হয়েছি। এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানিতে দুঃখ ও শোক প্রকাশ করছি।’

বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের মধ্যে সুপার স্লাইকোন আম্পানকে সংকটের ওপর আরেকটি সংকট উল্লেখ করে ইইই’র কমিশনার বলেন, ‘এই ঝড় এমন এক সময়ে আঘাত হানে, যখন দেশটিতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা খুবই গুরুত্বপূর্ণ। ইইউ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জনগণের তাৎক্ষণিক প্রয়োজনটি শনাক্ত করবে এবং মানবিক সহায়তার পাশাপাশি মহামারির বিস্তার থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায়ও পদক্ষেপ নেবে।’

বিজ্ঞপ্তিতে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার জানান, স্লাইকোন আম্পানের ক্ষয়ক্ষতি নিরূপণে ইইউ’র কোপার্নিকাস জরুরি ব্যবস্থাপনা সার্ভিস বাংলাদেশ ও ভারতকে স্যাটেলাইট ম্যাপ দিয়ে সহায়তা করছে।

(ঢাকাটাইমস/২৬মে/এনআই/জেবি)