বোয়ালমারীতে সরকারি গাছ কাটার অভিযোগ

প্রকাশ | ২৬ মে ২০২০, ১৯:৩১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রশাসনের অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের। স্থানীয়দের অভিযোগে উপজেলা প্রশাসন অবৈধভাবে কাটা গাছের গুড়িগুলো জব্দ করে।

এ বিষয়ে বোয়ালমারী নির্বাহী কর্মকর্তা ঝটন চন্দ জানান, এলাকাবাসীর মৌখিক অভিযোগেরভিত্তিতে সরকারি রাস্তার পাশের থাকা কয়েকটি রেন্টি ও শিশু গাছের গুলি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, বিষয়টির তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দাদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, উপজেলার ময়েনদিয়া-কানাইপুর (এলজিডি’র) সড়কের দাদপুর গ্রামে ৮/১০টি রেন্টি ও শিশু গাছ পরিষদের কোন প্রকার অনুমতি ছাড়াই কাটা হয়।

তিনি বলেন, গাছগুলো ব্যবসায়ীদের বিক্রয় করা পরে তার নেওয়ার সময় এলাকাবাসী আটক করে স্থানীয় প্রশাসনকে জানায়।

অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, সম্প্রতি ঝড়ে ইউনিয়নের বেশকিছু সরকারি গাছের ডাল ভেঙে জনসাধারনের বাড়ি-ঘরের ক্ষতি হয়। এই কারণে ক্ষতিগ্রস্তদের অনুরোধেই ওই গাছগুলো কেটে ফেলার হয়।

বিষয়টি এলাকাবাসী প্রশাসনকে জানালে সরকারি লোক এসে তা জব্দ করে।

(ঢাকাটাইমস/২৬মে/এলএ)