আফরোজা আফরিনের কবিতা

প্রকাশ | ২৬ মে ২০২০, ২১:০১

অনলাইন ডেস্ক

ভাবাবেগ যেখানে তৃণজ্ঞান

বলো প্রেম কী?

─স্পর্শের অনন্ত চিত্তবৃত্তি?

─স্পর্শ করতে না পারার তৃষ্ণা?

 

যদি বলি ছুঁতে না পারার কামোচ্ছ্বাস

ঐকান্তিক বিরহ-বিসর্জন, স্পর্শের বিহন

বুকের চোরাখালের অবসন্নতাই প্রেম!

 

হৃদয়ের গভীরে ক্ষয়ে যাওয়া উদ্যম

না-পাওয়ার ব্যাগ্রতা তাহলে কী?

 

আহা! স্পর্শ যেন স্বর্গের অমরাবতী

সকল ভাবাবেগ যেখানে তৃণজ্ঞান...

 

ইচ্ছাবলী

নির্মল, নিদারুন, শীতল, হিম-হিম বাতাস; গা এলিয়ে বাতাসের কোমল ভেলায় ভাসতে ইচ্ছে হয়। শরীরের সব অসুখ-ক্লান্তি-জরা উড়িয়ে প্রশান্তিতে পৃথিবীকে আঁকড়ে ধরতে ইচ্ছে হয়।

 

বাতাসের বিশুদ্ধ কোমলপ্রাণ প্রবাহ ও তাল-পাতাল দ্বিকবিদিক, বাতাসের বর্ণহীন গন্ধ, বনবৃক্ষের তনুশ্রী, মাঠের ফসলের মস্তক দোল, উড়ে উড়ে মাতাল হতে ইচ্ছে হয়।

 

আকাশে ভাসমান মেঘে-মেঘে যুদ্ধ, সাদা মেঘকে ছাপিয়ে কালো মেঘের ক্ষণিকের দখলদারিত্ব, সমস্ত নেত্র ধীরালয়ে কালো মেঘে ছড়িয়ে লেপ্টে পড়া, বসুন্ধরালয়ে তমসা নেমে আসা; গগনভেদী বারিধারায় ভিজতে ইচ্ছে হয়।

 

বৃষ্টির প্রতিটি কণা, পতিত ফোঁটার কুসুমিত স্পন্দন, নতুন করে জাগিয়ে তোলে অনাগত সম্ভাবনা; সেই সম্ভাবনার নব-উদ্যম গায়ে মেখে প্রমত্ত হতে ইচ্ছে হয়।

বৃষ্টিতে ধুয়ে যাওয়া পৃথিবীতে কালো মেঘ আবার শুভ্র মেঘে পূর্ণ হয়; বিষাদ-ক্লান্তিহীন পৃথিবীর নরম সজীবতায় বেঁচে থাকতে ইচ্ছে হয়।