ভুট্টার বস্তায় ফেনসিডিল!

প্রকাশ | ২৬ মে ২০২০, ২১:১৪

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ভারত সীমান্তের দিক থেকে বাইসাইকেলের পেছনের সিটে প্লাস্টিকের বস্তা নিয়ে আসছে এক যুবক। বস্তায় কী আছে, পুলিশ জানতে চাইলে বস্তার মালিক জানান, বস্তায় ভুট্টা আছে। পরে সেই বস্তা তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিলসহ সুমন ইসলাম (২০) নামে এক যুবককে আটক করে থানা পুলিশ।

মঙ্গলবার বেলা আড়াইটায় দিনাজপুরের বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের কাজীপাড়ায় সিসি রাস্তার উপর থেকে ওই যুবককে আটক করা হয়। আটক যুবক উপজেলা দক্ষিণ দাউদপুর গ্রামের তনজের আলীর ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ভারত সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিলের একটি চালান বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশ দল উপজেলা কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের কাজীপাড়ায় অবস্থান নেয়। পরে ওই পাড়ার আকবর হোসেনের বাড়ির সামনে রাস্তার উপর বাইসাইকেলে করে বস্তা নিয়ে আসা সুমন ইসলামকে থামানো হয়। যুবকের সেই বস্তা তল্লাশি করে সেখান থেকে ১০০ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল পাওয়া যায। পরে তার বাইসাইকেলটিও জব্দ করা হয়।

ওসি জানান, আটক সুমন ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬মে/কেএম)