টাঙ্গাইলে একদিনে ৩৫ জনের করোনা পজিটিভ

প্রকাশ | ২৬ মে ২০২০, ২৩:১৩

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ঈদের দিন ২৫ মার্চ সোমবার সকালে ১৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর রাতে আরো ২২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানা যায়। এ নিয়ে টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ৩৫ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেল। যা জেলার একদিনের নতুন রেকর্ড।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে সিভিল সার্জন অফিস বলছে, গত ১৯, ২০, ২১ ও ২৩ তারিখের পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল মোতাবেক নতুন পজিটিভ ৩৫ জন। আক্রান্তদের মধ্যে জেলার মির্জাপুরে ১২, ধনবাড়ী ৬ জন, নাগরপুরে ৫ জন, মধুপুর ৫, দেলদুয়ারে ৩ জন, কালিহাতী ২ জন, ঘাটাইল ১ জন ও বাসাইলে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালে ১৩১ জন। আক্রান্তদের মধ্যে জেলার দেলদুয়ারে পিতা-পুত্র ও মির্জাপুরে একই পরিবারের ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান মঙ্গলবার সকালে জানান, সোমবার সকালে ২০ মে প্রেরিত নমুনা থেকে নতুন ১৩ জন করোনা পজিটিভ রোগী চিহ্নিত হওয়ার রিপোর্ট পাই। আবার সোমবার রাতে ১৯, ২১ ও ২৩ মে প্রেরিত নমুনার ফলাফল পাই। যেখানে আরো ২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরো জানান, স্ব-স্ব উপজেলা প্রশাসনের নিকট তথ্য পাঠিয়ে দেয়া হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন, চিকিৎসার ব্যবস্থার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও তাদের লেবু, কালো জিরা, মধু, আদা পাঠিয়ে তা ব্যবহারের পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬মে/এলএ)