ইতালিতে কমছে মৃতের সংখ্যা

প্রকাশ | ২৬ মে ২০২০, ২৩:৩৯

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো

চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাসে বিপর্যস্থ  ইতালি। দিনে দিনে কমতে শুরু করেছে মৃত্যুর  সংখ্যা। মঙ্গলবার মৃত্যুবরণ করেছে ৭৮ জন। এ নিয়ে  দেশটিতে করোনাভাইরাসে মোট মৃত্যুবরণ করেছে  ৩২ হাজার ৯৫৫ জন। মঙ্গলবার নতুন আক্রান্ত ৩৯৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৩০ হাজার ৫৫৫ জন।

গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৫২১ জন। দেশটিতে এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫২ হাজার ৯৪২ জন। আজ  সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৬৭৭ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লক্ষ ৪৪ হাজার ৬৫৮ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। দেশটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউন শিথিল করা হচ্ছে পর্যায়ক্রমে। ইতিমধ্যে দোকানপাট এবং রেস্তোরাঁ খুলে দেয়া হয়েছে। দীর্ঘ তিন মাস পরে মনে হচ্ছে ইতালি কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে। আগামী ৩ জুন থেকে দেশটিতে লকডাউন শিথিলের অংশ হিসাবে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে পারবে ইতালির সাধারণ জনগণ।

(ঢাকাটাইমস/২৬মে/এলএ)