৯০০ তালেবান বন্দীকে মুক্তি দিলো আফগান সরকার

প্রকাশ | ২৭ মে ২০২০, ১৫:২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

৯০০ তালেবান বন্দীকে মুক্তি দিয়েছে আফগান সরকার। দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতির তৃতীয় ও শেষ দিন মঙ্গলবার এসব বন্দীকে মুক্তি দেয়া হয়। একইসঙ্গে আফগান সরকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।

বন্দী মুক্তির পর আফগান জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাভিদ ফয়সাল এক সংবাদ সম্মেলনে বলেন, 'বন্দী বিনিময় ইস্যুর সুন্দর ব্যবস্থাপনার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো গুরুত্বপূর্ণ।'

ঈদুল ফিতর উপলক্ষে তালেবান তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। এর জবাবে শুভেচ্ছার নিদর্শন হিসেবে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের দু'হাজার বন্দীকে মুক্তি দেয়ার উদ্যোগ নেন।

আফগান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তালেবানের কাতার অফিসের মুখপাত্র সুহাইল শাহিন এক টুইট বার্তায় 'ভালো আগ্রগতি' বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, তালেবানও উল্লেখযোগ্য সংখ্যক সরকারি বন্দীকে মুক্তি দেবে। তবে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো কথা বলেননি।

ঢাকা টাইমস/২৭মে/একে