গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রকাশ | ২৭ মে ২০২০, ১৭:৫৪

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে চেংটু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পলাশবাড়ী পৌরশহরের গিরিধারীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত চেংটু মিয়া সদরের বাড়াইপাড়া গ্রামের তমিজ উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, গিরিধারীপুর গ্রামের সাইফুলের জমিতে সকালে ধান কাটতে নামেন চেংটু মিয়াসহ ছয়জন কৃষক। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে  বিরতি নেয়। এসময় পল্লী বিদ্যুতের পোল লাইনের নিচে পড়ে থাকা গাছের ডাল জমির পানির সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে ছিল। বিদ্যুতায়িত ওই জমিতে বিরতি শেষে দ্বিতীয় দফায় কাজ করতে নামার সঙ্গে সঙ্গে কৃষকরা কাঁপতে থাকে। এসময় পাঁচজন কৃষক জমি থেকে উঠে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় চেংটু মিয়ার।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকাটা্বমিস/২৭মে/পিএল