নেত্রকোণায় নৌকাডুবি: একদিনেও উদ্ধার হয়নি দুই নিখোঁজ

প্রকাশ | ২৭ মে ২০২০, ১৮:৪০

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণায় খালিয়াজুরীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ২৪ ঘণ্টা পেরোলেও নিখোঁজ দুজনের এখনও খোঁজ পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেপসিয়া এলাকার হারাকান্দিতে এই নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

নিখোঁজ দুই জন হচ্ছেন- মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়েনের মহব্বত নগর গ্রামের সুশীল দাস (৫২) ও  একই গ্রামের মনু মিয়ার স্ত্রী শারমীন আক্তার (৩৫)।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশের তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিক জানান, নৌকা ডুবির পর থেকে নিখোঁজ দুইজনকে উদ্ধারে নৌ পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার সকালে  ময়মনসিংহ থেকে আসা ডুবুরিরা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। বৈরী আবহাওয়া ও নদীতে পানির প্রচণ্ড তোড় রয়েছে। এর  মধ্যেই  উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানান তিনি।  

মঙ্গলবার সকালে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় করে ৭ জন ধনু নদী দিয়ে মোহনগঞ্জের গাগলাজুর থেকে লেপসিয়া যাচ্ছিলেন। পথে হারাবকান্দি পৌঁছলে নদীর পানির তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ৫ জন সাঁতড়ে তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)