বাউফলে যুবলীগকর্মীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রকাশ | ২৭ মে ২০২০, ১৯:২৩

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগকর্মী তাপস দাসের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার বিকাল ৫টায় উপজেলার কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা এ বিক্ষোভ করেন।

বিক্ষোভ মিছিলটি কালাইয়া বন্দরের বড়পুকুর পূর্ব পাড় থেকে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা তাপস হত্যার মূল আসামি মেয়র জুয়েলসহ সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় উপজেলা জুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা, জেলা পরিষদের সদস্য উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রসিদ খান প্রমুখ।

প্রসঙ্গত, গত রবিবার দুপুর ২টার দিকে তোরণ নির্মাণকে কেন্দ্র করে সাবেক চিফ হুইপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজের সমর্থিত নেতাদের সঙ্গে বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় অস্ত্রের আঘাতে জখম হন আসম ফিরোজ সমর্থিত যুবলীগকর্মী তাপস দাস। পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠালে চিকিৎসারত অবস্থায় ওই দিনই রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের আরও ১০ নেতাকর্মী আহত হন।

ঢাকাটাইমস/২৭মে/পিএল