নাজিরপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০২০, ১৯:৩৬

পিরোজপুরের নাজিরপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত সবুজ বৈষ্ণব (২৬) নামের এক কলেজছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আকুল বালা মাধ্যমিক বিদ্যালয়ের এক মুসলিম ছাত্রীকে গত দেড় বছর যাবৎ বখাটে সবুজ বৈষ্ণব প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনায় ভুক্তোভোগী স্কুলছাত্রী নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে ইউএনও অভিযুক্ত কলেজছাত্রকে মঙ্গলবার সন্ধ্যার দিকে যুবককে আটকে থানা পুলিশকে নির্দেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই কলেজছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা বলেন, গত দেড় বছর ধরে সবুজ আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। তার নির্যাতন থেকে মুক্তি পেতে আমাদের চেষ্টা বিফল হয়েছে। তার বখাটেপনা থামানো যাচ্ছে না।

অভিযুক্ত বখাটের বিষয়ে এলাকাবাসী জানান, সবুজ বৈষ্ণব বিবাহিত এবং তিনি প্রায়ই স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান জানান, ওই স্কুলছাত্রীর দেয়া অভিযোগের ভিত্তিতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সবুজ বৈষ্ণব উপজেলার মালিখালী ইউনিয়নের যুগীয়া গ্রামের বাসিন্দা। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের স্নাতক (পাস) শেষ বর্ষের ছাত্র।

ভুক্তভোগী স্কুলছাত্রী চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

(ঢাকাটাইমস/২৭মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :