আমিরাতে আটকা পড়াদের জন্য বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা

প্রকাশ | ২৭ মে ২০২০, ২০:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ঘোষণা দিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস।

বুধবার দূতালয় প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেন এক বিবৃতিতে এই ঘোষণা দেন।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনার কারণে আমিরাতে ভ্রমণে গিয়ে আটকা পড়া এবং দেশটিতে সাধারণ ক্ষমার আওতায় পড়া বাংলাদেশিকর্মীদের দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্থ আমিরাতের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে এসব বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আনা হবে।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশটি থেকে বাংলাদেশিদের দেশে ফেরাতে খুব দ্রুতই কয়েকটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে। এ নিয়ে কাজ চলছে। 

করেনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ২০ মার্চ থেকে দেশটিতে প্রবাসীদের আসা-যাওয়া বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি দেশটিতে বিষয়টিকে আস্তে আস্তে কিছুটা শিথিল করা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

(ঢাকাটাইমস/২৭মে/এনআই/জেবি)