রাজশাহীর ল্যাবে পাঁচজনের করোনা শনাক্ত

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৭ মে ২০২০, ২০:১১

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে বুধবার পাঁচজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. গুলনাহার বলেন, বুধবার দুই শিফটে ১৮৮টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। এর মধ্যে ত্রুটি থাকায় ১৫টি নমুনার রিপোর্ট হয়নি। বাকি ১৭৩টি নমুনার মধ্যে ১৬৮টি নেগেটিভ এবং পাঁচটি করোনা পজিটিভ।

আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। আর দুইজনের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। এই ল্যাবে রাজশাহী জেলার কারো এ দিন করোনা শনাক্ত হয়নি। নতুন তিনজন শনাক্ত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়ালো। আর নাটোরে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫৪ জন। এ পর্যন্ত নাটোরে সুস্থ হয়েছেন নয়জন। মারা গেছেন একজন। চাঁপাইনবাবগঞ্জে সুস্থ হয়েছেন তিনজন। এখনও হাসপাতালে আছেন আটজন। এ জেলায় এখনও কেউ মারা যাননি।

রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় গত ১২ এপ্রিল। এ পর্যন্ত জেলায় ৪৬ জন শনাক্ত হয়েছেন। আটজন হাসপাতালে চিকিৎসাধীন। আর করোনা জয় করেছেন ১১ জন। করোনায় প্রাণ হারিয়েছেন রাজশাহীর দুইজন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও করোনার নমুনা পরীক্ষা চলছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেখানকার রিপোর্ট হয়নি।

(ঢাকাটাইমস/২৭মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :