চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ইস্তাম্বুলে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০২০, ২০:৪২

২৯ আগস্ট ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগ ও ২৬ আগস্ট দায়িনস্কে ইউরোপা লিগের ফাইনাল আয়োজন করতে চায় উয়েফা। আগামী ১৭ জুন নির্বাহী কমিটির সভায় আসতে যাচ্ছে এমন সিদ্ধান্ত। খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কোভিড-১৯ এর নিষ্ঠুর বাস্তবতায় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ রাউন্ড অব সিক্সটিনে আটকে গেছে। তবে খেলাগুলো মাঠে গড়ানোর নানা পরিকল্পনা করতে শুরু করেছে। শুধু লিগের বাকী ম্যাচগুলো নয়, কবে ফাইনাল হবে তারও একটা রূপরেখা ঠিক করেছে উয়েফা।

পোল্যান্ডের দায়িনস্কে হবে ইউরোপা লিগের ফাইনাল। আগস্টের ২৬ তারিখ ম্যাচটা আয়োজন করতে চায় উয়েফা। এদিকে, বহু আগে থেকে শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল তুরস্কের ইস্তাম্বুলে হবে।

এবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেই মহারণ হবে ২৯ আগস্ট। আগামী ১৭ জুন গুরুত্বপূর্ণ সভায় নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের সিদ্ধান্ত।

(ঢাকাটাইমস/২৭ মে/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :