নরসিংদীতে আরও ২৬ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ২৭ মে ২০২০, ২০:৫৬ | আপডেট: ২৭ মে ২০২০, ২২:০৭

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

নরসিংদীতে নতুন করে আরও ২৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। শনিবার ৯২টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৫ জনে। বুধবার রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে নরসিংদী সদর থানা এলাকায় ১৮ জন, বেলাব থানার ০৫টি, পলাশ থানা এলাকার ০১ জন, শিবপুর থানার ০১ জন ও রায়পুরা থানার ০১ জন। 

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট ৪৫৫ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩২২ জন, রায়পুরাতে ৩৫ জন, শিবপুরে ৩২ জন, বেলাবোতে ৩৫ জন,পলাশে ২৩ জন ও মনোহরদীতে ০৮ জন।

এখন পর্যন্ত আইসোলেশনমুক্ত হয়েছেন ১৮০ জন। মারা গেছেন মোট ০৫ জন, এর মধ্যে নরসিংদী সদরে ০৪ জন ও পলাশে ০১ জন। বাকিরা হোম ও হাসপাতাল আইসোলেশনে আছেন।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)