দিনাজপুরে স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ২৭ মে ২০২০, ২২:৫০

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পান করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এছাড়াও অসুস্থ হয়ে আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আব্দুল মান্নান নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করেছে পুলিশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঈদের পর দিন মঙ্গলবার রাতে বিষাক্ত স্পিরিট পান করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় হাসপাতালে নেয়া হলে বুধবার সকালে আব্দুল মতিন (২৭), আজিজুল ইসলাম (৩৩) ও মহসিন আলী (৩৭) মারা যায়। তাদের বাড়ি বিরামপুর পৌর এলাকা মাহমুদপুর গ্রামে।

অন্যজন অমিত (৩০)-এর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

অনাদিকে বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী সাইফুল ইসলাম (৪০) এবং স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫) বুধবার দুপুরে মারা যান। তাদের বাড়ি পৌর এলাকা হঠাৎপাড়া গ্রামে।

এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাসুদ রানা (৩৪) ও মনোয়ার হোসেন মনো (৪৫) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই মৃত দুজনের বাড়িও বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামে।

এছাড়াও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং স্থানীয় বিরামপুর হাসপাতালে আরও তিনজন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী জানান, বিষাক্ত পদার্থ পান করেই তাদের মৃত্যু হয়েছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। যারা এই বিষাক্ত মাদক ব্যবসার সাথে জড়িত তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :