ধামইরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০২০, ২২:৫৭

নওগাঁর ধামইরহাটে বুধবার বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত অমরপুর গ্রামের মাঠে গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃত আবু ইছা (১৭) উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত বিহারীনগর গ্রামের আবু কালামের ছেলে। তিনি স্থানীয় মাদ্রাসায় কোরানের হেফজে পড়াশোনা করছিল।

নিহত আবু ইছা মাঠের পাকা ধান কেটে দিতে অমরপুর গ্রামে তার দুলাভাই আব্দুল কাদেরের বাড়ি বেড়াতে যায়। আজ বিকালে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। আবু ইছা ও তার বোন মহিষা বেগমকে নিয়ে গরু নেয়ার জন্য অমরপুর গ্রামের মাঠে পুকুর পাড়ে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে আবু ইছা মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় মনিষা বেগমকে তাৎক্ষণিক ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইসাকে মৃত ঘোষণা করে বোন মহিষা বেগমকে জয়পুরহাট হাসপাতালে স্থানান্তর করে।

ঘটনাটি নিশ্চিত করে পিতা আবু কালাম বলেন, ইসা ধান কেটে দিতে বোনের বাড়ি যায়। বোনের সাথে বিকালে মাঠে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতের আঘাতে ইসার মৃত্যু হয় এবং বোন গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :