কুড়িগ্রামে নৌকাডুবি, চারজন নিখোঁজ

প্রকাশ | ২৮ মে ২০২০, ০০:১১

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের উলিপুরে নববিবাহিত মেয়ের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নুর ইসলামসহ আরো তিনজন নিখোঁজ রয়েছে। বুধবার সন্ধ্যায় বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের কন্যা নাজমা খাতুন (১৯)-এর সাথে পাশের বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদী বিচ্ছিন্ন চর কলাকাটা নামানির চর এলাকার আব্দুল হাই-এর পুত্র আলমগীর হোসেনের সাথে গত মঙ্গলবার বিয়ে হয়। বুধবার বরের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মেয়ে পক্ষের প্রায় ৪৫‌ থে‌কে ৫০ জন লোক নৌকা যোগে বাড়ির ফেরার পথে রওনা দেয়। এসময় নদীতে কিছুদূর আসার পরেই বৃ‌ষ্টি-বাতাসের কবলে পড়ে। নৌকায় থাকা লোকজন বৃষ্টি ‌থে‌কে রেহাই পে‌তে প‌লি‌থিন নি‌য়ে টানাটা‌নি শুরু কর‌লে নৌকা‌টি উ‌ল্টে যায়। এসময় অন‌্যান‌্য লোকজন সাঁতরে কিনারায় আসতে পার‌লেও কনের বাবা নুর ইসলাম (৬০) যমুনা রায়পাড়া গ্রামের কামরুজ্জামান (৫৫) ও তৈয়ব আলীর স্ত্রী আমেনা বেগম(৫০)। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।

বু‌ড়াবু‌ড়ি ইউ‌পি চেয়ারম‌্যান আবু তা‌লেব সরকার ব‌লেন, খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এলেও ডুবুরি না থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি। ত‌বে স্থানীয় লোকজন তা‌দের উদ্ধা‌রের চেষ্টা চালা‌চ্ছে।

উলিপুর থানার ওসি মোয়া‌জ্জেম হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)