বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশ | ২৮ মে ২০২০, ০৭:৩৭

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রাণঘাতী ভাইরাস করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন সোহেল মাহমুদ নামে এক পুলিশ সদস্য। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

সোহেল মাহমুদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার শাখায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে।

হাসপাতালটির পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল সোহেল মাহমুদের। রাত ৯টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। রাত ১১টার পর থেকে আকস্মিকভাবে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের সব চেষ্টা বৃথা করে রাত সাড়ে ১২টার দিকে না ফেরার দেশে চলে যান তিনি।

সোহেল করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান ডা. বাকির।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, সোহেল মাহমুদের অকালমৃত্যুতে আমরা হতবাক হয়েছি। আমরা শোকাহত।

ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এমআর