চট্টগ্রামে করোনায় আক্রান্ত দুই হাজার ছাড়াল

প্রকাশ | ২৮ মে ২০২০, ১০:১০

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। বুধবার নতুন করে আরও ২১৫ জন রোগীর মধ্যে করোনা সংক্রমণ পাওয়া যায়।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করা পরীক্ষায় ২১৫ জনের করোনা পাওয়া যায়। তাদের নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২০০ জনে।

বিআইটিআইডি ল্যাবে এদিন নমুনা পরীক্ষা হয় ২০৯টি। এতে করোনাভাইরাসে সংক্রমণ পাওয়া গেছে ৩৮টিতে। এর মধ্যে মহানগরী এলাকার ৩৭জন এবং উপজেলার একজন।

সিভিল সার্জন জানান, চমেক ল্যাবে ২৫৯টি নমুনা পরীক্ষায় সংক্রমণ পাওয়া গেছে ১৩৮ জনের। এর মধ্যে মহানগরী এলাকার ১২৯জন এবং বিভিন্ন উপজেলার নয়জন।

সিভাসু ল্যাবে ১০০ নমুনা পরীক্ষায় চট্টগ্রামের করোনাভাইরাস পজিটিভ মিলেছে ৩৬ জনের। এর মধ্যে ১৬ জন মহানগরী এবং ২০জন বিভিন্ন উপজেলার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ৩৪টি নমুনা পরীক্ষা হয়। এতে করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে তিনজনের। এরা সকলেই মহানগরী এলাকার বাইরের।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুসারে, ৬০২টি নমুনা পরীক্ষায় এদিন করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ২১৫ জনের। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬১জন।

ঢাকাটাইমস/২৮মে/এমআর