আড়াই কোটিতে নতুন মার্সিডিজ গাড়ি

প্রকাশ | ২৮ মে ২০২০, ১২:৩১ | আপডেট: ২৮ মে ২০২০, ১২:৩৪

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

অবশেষে ভারতে লঞ্চ হল নতুন মার্সিডিজ-এএমজি জিটি আর। ভারতে এই গাড়ির দাম ২.৪৮ কোটি রুপি। বিদেশে এই গাড়ি তৈরি করে ভারতে আমদানি করছে জার্মান কোম্পানিটি। পুরনো মডেলের সঙ্গে নতুন মডেলের ডিজাইনে খুব বেশি পার্থক্য নেই। যদিও নতুন ভার্সনে পারফর্মেন্সে দারুন উন্নতি হয়েছে।

বাইরে থেকে এই গাড়ির পুরনো ও নতুন ভার্সন দেখে চেনা কঠিন। ইতিমধ্যেই ভারতে ২০২০ মার্সিডিজ এএমজি জিটি আর বিক্রি শুরু হয়েছে। নতুন ভার্সনে এই গাড়িতে আপডেটেড বাম্পারের সঙ্গেই রয়েছে এলইডি হেডলাইট। থাকছে কার্বোন ফাইবার উইং। কেবিনেও এই গাড়িতে খুব বেশি পার্থক্য পাওয়া যাবে না। 

নতুন গাড়িতে থাকছে ৪ লিটার বাই-টার্বো ভি এইট ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৫৭৭ বিএইচপি শক্তি এবং ৭০০ নিউটন মিটার টর্ক পাইয়া যাবে। 

থাকছে ৭ স্পিড অটোমেটিক গিয়ারবক্স। পুরনো মডেলের থেকে ১৩.৯ কিলোগ্রাম কম ওজনে এই গাড়ি লঞ্চ হয়েছে। সর্বোচ্চ ৩১৮ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটবে এই গাড়ি।

(ঢাকাটাইমস/২৮মে/এজেড)