ইউনাইটেডে আগুনের ঘটনায় তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২০, ১২:৫৩

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় তদন্তের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। বুধবার সংস্থাটির পক্ষ থেকে কমিটি গঠনের পর বৃহস্পতিবার সকালে তারা সরেজমিন পরিদর্শন করেছে। চার সদস্যের কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন সংস্থাটির ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন।

এর আগে বুধবার রাত দশটার দিকে ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনা ঘটে। আগুনে করোনা চিকিৎসা কেন্দ্রে থাকা পাঁচজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক ঢাকাটাইমসকে বলেন, 'চার সদস্যের তদন্ত কমিটি গঠনের পর আমরা কার্যক্রম শুরু করেছি। আজ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে এসেছি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।'

এর আগে রাতে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, ‘হাসপাতালের মূল ভবন সংলগ্ন আগুনটি লেগেছিল। সেটিতে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না।’

(ঢাকাটাইমস/২৮মে/এসএস/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :