এক বেলার আহার ক্ষুধার সঙ্গে লড়াই

প্রকাশ | ২৮ মে ২০২০, ১৩:০৪

মোহাম্মাদ অভি

‘ভাত দে’ সিনেমার শাবানা ম্যাম এর মুখে "ভাত দে হারামজাদা" সংলাপ টি হয়তো সবার মনে আছে। অসহায়রা হয়তো তাদের বলার ভঙ্গিটায় ভদ্রতা এনেছে কিন্তু পেটের জ্বালা কিন্তু একই রকম।

আমরা আজ ২ রাত খাবার কার্যক্রম বন্ধ করেছি আর্থিক সংকটের কারণে। তাই তাদের পরিস্থিতি জানার জন্য ছদ্মবেশে গিয়ে কিছু প্রশ্ন করেছিলাম। উত্তর ছিলো এমন:

১ : এতোদিন কেউ খাবার দেক আর না দেক আমরা রাইতে এক বেলা নিশ্চিত খাবার পাইতাম।
২ : ঈদের দিন অনেকেই খাবার দিছে ৩ বেলা পেট ভইরা খাইছি কিন্তু আজকে এক বেলাও খাওন পাই নাই। পানি খাইছি।

তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এক বেলার আহার আবার এই মানুষগুলোর জন্য মাঠে নামবে। আবার তাদের এক বেলার খাবার নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমাদের সহযোগী হোন মানবতার সেবায় যে যতটুকু পারেন সাথে থাকার চেষ্টা করবেন।

যেকোন প্রয়োজনে : অভি : 01625-434400, নাহিদ : 01927-709622

লেখক: স্বেচ্ছাসেবক, এক বেলার আহার

ঢাকাটাইমস/২৮মে/এসকেএস