ভারত থেকে ২০২১ বিশ্বকাপ সরানোর হুমকি আইসিসির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৬:১০

ভারতের কাছ থেকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়ার হুমকি দিল আইসিসি। সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কর মওকুফের অনুমতি আদায় করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই কড়া ইমেইল পাঠিয়ে হুমকি দিল ক্রিকেট নিয়ামক সংস্থা।

২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। সেই সময় ভারত সরকার কর মওকুফ না করায় আইসিসিকে ২ থেকে ৩ কোটি ডলার দিতে হয়েছে। ‘ক্রিকইনফো’‌র খবর, আইসিসি এবং সম্প্রচারক স্টার কর্তৃপক্ষের মধ্যে আট বছরের চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী আট বছরের মধ্যে অন্তত দুটি আইসিসি টুর্নামেন্টের আয়োজন করতে হবে। ২০২৩ সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে। ২০২৩ সালে ছেলেদের ৫০ ওভারের বিশ্বকাপেরও আয়োজন করার কথা ভারতের। যদি কর মওকুফ করা না হয় তাহলে ১০ কোটি ডলার দিতে হবে আইসিসিকে।

উল্লেখ্য, ১৮ মে’র মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কর মওকুফ নিয়ে আলোচনা করে সমস্যা মেটানোর কথা ছিল বিসিসিআইয়ের। কিন্তু দেশটিতে লকডাউন চলছে। তাই ৩০ জুন পর্যন্ত আইসিসির কাছে সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসি–র জেনারেল কাউন্সেল জোনাথন হল ইমেইলে লিখেছেন, ‘‌কর মওকুফ নিশ্চিত করার ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলার জন্য প্রচুর সময় পেয়েছে বিসিসিআই। ২০১৯–এর ৩১ ডিসেম্বরের মধ্যে কাজটা করে ফেলার কথা ছিল। সেখানে ৩০ জুন বা লকডাউন শেষ হওয়ার এক মাস পর পর্যন্ত সময় চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসির বিজনেস কর্পোরেশন সেটা দিতে রাজি নয়।’‌ ‌

(ঢাকাটাইমস/২৮ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :