আইসিসির দায়িত্ব ছাড়ছেন শশাঙ্ক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৭:১৩

তৃতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিতে ইচ্ছুক নন বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। এ মেয়াদ শেষ হলেই সমাপ্তি ঘটবে তার কার্যকালের।

এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে বৃহস্পতিবার নতুন চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা করা হবে। এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন শশাঙ্ক। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়তে চাইলেও পরে আইসিসি বোর্ডের অনুরোধে সিদ্ধান্ত বদলেছিলেন তিনি।

তার আমলে আইসিসির গঠন ও অর্থ কাঠামোর পরিবর্তন ছিল বেশ আলোচিত। নতুন অর্থ কাঠামো কার্যকর হওয়ায় বাংলাদেশের আয়৭৬ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ১৩২ মিলিয়ন ডলার।

সম্ভাব্য নতুন চেয়ারম্যান ‍হিসেবে দেখা হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি কলিন গ্রেভসকে। পাঁচ বছর ইসিবির প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। ইতোমধ্যেই ইসিবি চেয়ারম্যানের পদত্যাগ করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে ৩১ আগস্ট ইসিবি চেয়ারম্যান পদের দায়িত্ব শেষ করবেন কলিন গ্রেভস। তার পদে দায়িত্ব গ্রহণ করবেন ইয়ান ওয়াটমোর।

আলোচনায় আছেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআিই সভাপতি সৌরভ গাঙ্গুলিও। সম্প্রতি সাবেক প্রোটিয়া অধিনায়ক ও বর্তমান ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ বিসিসিআই চেয়ারম্যানকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।

আগামী জুলাইয়ের শেষে আইসিসির বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাবেন নতুন চেয়ারম্যান।

(ঢাকাটাইমস/২৮ মে/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :