কমলগঞ্জে করোনা উপসর্গে কৃষকের মৃত্যু

মৌলভীবাজার (কমলগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৮:০৪

মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের উজিরপুর গ্রামে বাবুল মিয়া (৬০) নামে এক কৃষক শ্বাসকষ্ট ও বমি নিয়ে মুত্যুবরণ করেছেন। করোনা সন্দেহে বুধবার রাতে মেডিকেল টিম নিহতের নমুনা সংগ্রহ করেছে। পরিবারকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। ঘটনাটি বুধবার রাত সাড়ে ৯টায় উজিরপুর গ্রামে।

স্থানীয়রা জানান, উজিরপুর গ্রামের বাবুল মিয়া পেশায় কৃষক। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। বুধবার রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে রক্তবমি হয়ে মারা যান। তার মৃত্যুর পর এলাকায় আতঙ্ক দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল টিম রাতেই নিহতের নমুনা সংগ্রহ করেছে। নিহতের পরিবারকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবার সদস্যদের হোম কোয়ারেইন্টাইনে থাকতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :