করোনা: থেমে আছে ২১০০ কোটি টাকার প্রকল্পের কাজ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৮:৪১

করোনা পরিস্থিতির কারণে বেড়িবাঁধ নির্মাণের ৯০০ কোটি টাকার দুটি ও ১২০০ কোটি টাকার একটি প্রকল্প থেমে আছে। অতিদ্রুত সেগুলোর কাজ শুরু করা হবে। সংস্কার কাজসহ এসব প্রকল্পের কাজে সেনাবাহিনীকে কাজে লাগানো হবে বলে জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সীমান্তবর্তী ইছামতি নদীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন।

তিনি জানান, বেড়িবাঁধ সংস্কারের জন্য মাটি পাওয়া যাচ্ছে না। তবে বাইরে থেকে মাটি এনে হলেও ২-৩ দিনের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।

বেড়িবাঁধ পরিদর্শনকালে সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ জগলুল হায়দার, জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৮মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :