কুমিল্লায় আরও ৭০ জনের করোনা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৯:২৪

কুমিল্লায় পিসিআর ল্যাব টেকনোলজিস্ট এবং মেডিকেলের সিনিয়র স্টাফ নার্সসহ নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮১ জনে। করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির ফোকাল পার্সন ও ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে মুরাদনগরের ১৫, বুড়িচংয়ের ২০, চান্দিনার ১৭, আদর্শ সদরের ছয়জন ,লাকসামের ছয়জন, লালমাইয়ের দুইজন, হোমনার দুইজন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্স ও পিসিআর ল্যাবের এক টেকনোলজিস্ট।

সিভিল সার্জন আরও জানান, কুমিল্লায় এ পর্যন্ত মোট ৮১৫৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট এসেছে ৭৪৩৫ জনের। এর মধ্যে করোনা পজেটিভ আসে ৭৮১ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১০০ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।

ঢাকাটাইমস/২৮মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :