মোটরসাইকেলের অতিরিক্ত গতি প্রাণ নিলো দুই শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মে ২০২০, ২১:২৮ | প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৯:৫৩

দুটো মোটরসাইকেলই চলছিল অতিরিক্ত গতিতে। কাছাকাছি হলে কারোই তাই উপায় ছিল না। চোখের পলকে মুখোমুখি সংঘর্ষ। ছিটকে পড়লেন তিন আরোহী। তাদের দুজনের প্রাণ গেল ঘটনাস্থলেই। পথে পড়ে রইল রক্তাক্ত দেহ দুটি। আহত একজনকে পুলিশ ভ্যানে নেওয়া হলো হাসপাতালে। হতাহতের সবাই শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনার মিন্টুরোডে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত একজনের নাম সামির। তিনি ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহত আরেকজনের নাম জানা যায়নি। তবে তিনিও একই কলেজে পড়েন। দুর্ঘটনায় আহতের নাম আলিফ। তিনি উইলস লিটল ফ্লাউয়ারের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আলাদা দুটি মোটরসাইকেল মিন্টুরোড দিয়ে যাচ্ছিলো। এসময় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত গতিতে থাকায় সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত আরেকজনকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও ঝুঁকিপূর্ণ।'

(ঢাকাটাইমস/২৮মে/এসএস/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :