করোনা থেকে সুস্থ হলেন আরও ২৪৩ পুলিশ

প্রকাশ | ২৮ মে ২০২০, ২২:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অচেনা করোনাভাইরাসে আক্রান্তের পাশাপাশি পুলিশে সুস্থতাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৪৩ জন পুলিশ সদস্য।

বৃহস্পতিবার করোনাজয়ীদের ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে পুলিশে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক হাজার ২৮০ জন সদস্য।

সরকারের কোনো বাহিনী বা সংস্থার মধ্যে পুলিশেরই বেশিসংখ্যক সদস্য করোনা পজিটিভ। এখন পর্যন্ত পুলিশের চার হাজার ২৫৮ জন সদস্য করোনা পজিটিভ পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে ১৫ জনের। করোনা আক্রান্ত পুলিশ সদস্য ও তার পরিবারের জন্য রাজারবাগ পুলিশ হাসপাতাল ও বেসরকারি ইমপালস্ হাসপাতাল ভাড়া করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, বাহিনী প্রধান ড. বেনজীর আহমেদ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নানামুখি পদক্ষেপ নিয়েছেন। এর ফলে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার ২৪৩ জন পুলিশ সদস্য করোনায় সুস্থ হয়েছেন। যারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ইমপালস হাসপাতাল এবং পুলিশের ব্যবস্থাপনায় নির্ধারিত আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। প্রটোকল অনুযায়ী সুস্থদের পরপর দুইবার পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদেরকে ছাড়পত্র দেন।

(ঢাকাটাইমস/২৮মে/এসএস/জেবি)