ঘাটাইল হাসপাতালের মেডিকেল সহকারীর করোনা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০২০, ০৭:৪৮

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন মেডিকেল সহকারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আব্দুল হালিমের নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ আসে। তিনি জরুরি বিভাগে কর্মরত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল জানান, ঘাটাইলে করোনা বিষয়ক ও অন্যান্য রোগীদের সেবা দিতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোভিড-১৯ পজিটিভ হয়েছে। তিনি মানুষকে সতর্ক হয়ে চলাফেরার আহ্বান জানান।

এর আগে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকাল নতুন করে মেডিকেল সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঘাটাইলে এখন পর্যন্ত দুইজন মারা গেছেন।

ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :