চট্টগ্রামে করোনা নিয়েই শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০২০, ০৮:৩২
ফাইল ছবি

চট্টগ্রামে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত এক নারীর জন্ম দেওয়া নবজাতকের শরীরেও প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। জন্মের ২৪ ঘন্টার মধ্যেই শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং ফলাফলে জানা যায়, শিশুটি করোনাভাইরাস পজিটিভ।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। আক্রান্ত মা ও নবজাতক ছেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশন ইউনিটে আছেন।

জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ২০ মে নমুনা পরীক্ষায় ওই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। প্রসব বেদনা শুরু হওয়ায় ২৪ মে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেদিন দুপুরেই অস্ত্রোপচারের মাধ্যমে ৩২ বছর বয়সী ওই নারী এক ছেলে সন্তানের জন্ম দেন। শিশুটির জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই তারও নমুনা সংগ্রহ করে চিকিৎসকরা। এরপর নমুনা পরীক্ষার মাধ্যমে জানা যায়, নবজাতকও কোভিড-১৯ আক্রান্ত।

মা ও ছেলে উভয়ই সুস্থ আছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।

ঢাকাটাইমস/২৯মে/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :