ঢাবিও খুলবে সীমিত পরিসরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০২০, ১২:৪৯ | প্রকাশিত : ২৯ মে ২০২০, ১১:৪৬

সীমিত পরিসরে খুলতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ৩১ মে থেকে বিশ্ববিদ্যালয়ের মূল অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে অফিসগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অবশ্যই তা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। প্রত্যেকটি অফিসের সামনে শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র থাকবে। এছাড়া থাকবে জীবাণুমুক্ত হওয়ার সরঞ্জামও। এ ব্যাপারে শিগগির বিজ্ঞপ্তি প্রকাশ করবে কর্তৃপক্ষ।

৩১ মে থেকে সাধারণ ছুটিও তুলে নিচ্ছে সরকার। ওই দিন থেকে সরকারি, বেসরকারি অফিসগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে অবশ্যই তা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। ৩১ মে থেকে গণপরিবহনও সীমিত আকারে চালুর অনুমতি দিয়েছে সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. গোলাম রাব্বানী বলেন, কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা একটি নীতিমালা তৈরি করেছি। বিশ্ববিদ্যালয়ের মূল অফিসগুলো কার্যক্রম আগামী ৩১ মে থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাজ চলমান থাকবে।’

তিনি আরও বলেন, ‘ন্যূনতম সংখ্যক জনবল নিয়ে অফিস কার্যক্রম চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য কোন কর্মকর্তা-কর্মচারী গণপরিবহন ব্যবহার করতে পারবে না। এছাড়া তাদের সমন্বয়ে ১৪ দিনের রোস্টার তৈরি করা হবে। পাশাপাশি অফিস প্রধানের নির্দেশে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহার করে অফিস করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবন থেকে জানা গেছে, অফিস খোলার আগে সংশ্লিষ্ট ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন এবং অফিসকে জীবাণুমুক্ত করা হবে। প্রত্যেক অফিস ভবনের প্রবেশের আগে তাপমাত্রা পরীক্ষা করা হবে।

এছাড়া প্রভিডেন্ট ফান্ড, পেনশন, বেনাভোলেন্ট ফান্ড ইত্যাদির জন্য অফিসে না এসে হিসাব পরিচালকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে একাডেমিক কার্যক্রম চালুর বিষয়টি করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়ে ঢাবি কর্তৃপক্ষ। পরিস্থিতির উন্নতি হলে প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে। তার আগ পর্যন্ত ক্লাস বা পরীক্ষা সব কিছু যথারীতি বন্ধ থাকবে।

(ঢাকাটাইমস/২৯মে/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :