রোদ-বৃষ্টিতে নষ্ট হাজার মেট্রিক টন ইউরিয়া সার

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০২০, ১২:৪৮ | প্রকাশিত : ২৯ মে ২০২০, ১২:৪১

ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিজস্ব কোনো গুদাম না থাকায় খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে হাজার হাজার মেট্রিক টন সার। রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে গুণগত মান। সেই সার আবার নতুন করে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে।

জানা গেছে, ১৯৯৬ সাল থেকে ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জ বিএডিসির সাড়ে ৭ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি গুদাম নিয়ে কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে চাহিদা বেশি হওয়ায় গুদামের বাইরেও রাখা হচ্ছে সার।

এ বিষয়ে বাফার গুদাম উপ-ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা বলেন, নতুন গুদাম তৈরির জন্য ৬ একর জায়গা নেওয়া হয়েছে। সেখানে ২০ হাজার মেট্রিক টনের গুদাম করা হবে।

বর্তমানে গুদামে মজুদ করার পরও বাইরে রাখা আছে ৬ হাজার মেট্রিক টন সার। দু’জেলায় ফসল উৎপাদনে বার্ষিক চাহিদা ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার।

ঢাকাটাইমস/২৯মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :