নতুন টিভিএস বাইক লিটারে চলবে ৭২ কি.মি.

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০২০, ১৬:৪৪

ভারতসহ এশিয়ার বেশ কিছু দেশে জনপ্রিয় বাইক টিভিএস ভিক্টর। এবার এই সিরিজে ১১০ সিসির বাইক আনছে। এটি বিএস৬ স্ট্যান্ডার্ডে নির্মিত ১১০ সিসির বাইক। একে কার্বুরেটর ইঞ্জিনের পরিবর্তে ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন থাকতে পারে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে লঞ্চ হতে পারে বিএস৬ টিভিএস ভিক্টর ১১০। টিভিএস দাবি করছে এক লিটার পেট্রলে ৭২ কিমি চলবে এই সমোটরসাইকেল।

ইতোমধ্যে ১১০ সিসি বিএস সিক্স ইঞ্জিনে ভারতে এসেছে রেডিয়ন, স্পোট, স্টার সিটি প্লাস ইত্যাদি মডেলে।

নতুন টিভিএস ভিক্টর ১১০ মডেলে থাকছে ১০৯.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে ৮.০৮ বিএইচপি শক্তি এবং ৮.৭ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

কোম্পানির দাবি নতুন ইঞ্জিনে আগের থেকে ১৫ শতাংশ কম পেট্রল খরচ হবে।

বিএস সিক্স ভেরিয়েন্টে নতুন ভিক্টরের ডিজাইনে কোন পরিবর্তন থাকবে না। যদিও অ্যানালক কনসোলের পরিবর্তে এই মোটরসাইকেলে ডিজিটাল কনসোল যোগ হতে পারে।

৬০ থেকে ৬৫ হাজার রুপিতে ভারতে এই মোটরসাইকেল পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৯মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :